কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ জনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
আটক কৃত তিনজন হলো হলেন (১)মোঃ মামুন মিয়া(২৪),পিতা-মোঃ আছর উদ্দিন,সাং-মধ্য ইছাকুড়ি ,(২) মোঃ জাহিদুল ইসলাম (৩০),পিতা-মোঃ আঃ সাত্তার ,সাং-চর বামনের,(৩) মোছাঃ বিউটি বেগম (৪৫),স্বামী-মোঃ রফিক মিয়া,সাং-চর ফুলবাড়ি।
গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশের একটি চৌকশ টিম , আসামি (১)মোঃ মামুন মিয়াকে ২২ বোতল ভারতীয় মদসহ আটক করে। (২) আসামি মোঃ জাহিদুল ইসলামকে , ১১ বোতল ভারতীয় মদসহ বর্ণিত আসামি কে গ্রেফতার করে। (৩), গোপন সূত্রে সংবাদ প্রাপ্ত হয়ে রৌমারী থানাধীন চর ফুলবাড়ি গ্রামস্থ মোছাঃ বিউটি বেগম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ০৩ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোছাঃ বিউটি বেগম সহ আটক করে।
এ প্রসঙ্গে, রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।