বরগুনার আমতলী উপজেলাসহ উপকূলীয় অঞ্চলে বিরাজ করছে ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্ক। মোখার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে আমতলী উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতিমূলক সভা করেছে।
বৃহস্পতিবার (১১ মে) আমতলী ও তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভেকেট এম এ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইনসহ সকল সরকারি দপ্তরপ্রধান ও সাংবাদিকরা।
সভায় আমতলী উপজেলার ১১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়।
বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘দুর্যোগকবলিত এলাকায় আমরা দ্রুত খাদ্য সহায়তা পাঠানোর জন্য পর্যাপ্ত চাল মজুদ রেখেছি। শুকনা খাবারও হাতের কাছে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার পরিস্থিতি অবনতি হলে প্রয়োজনে আবার দ্রুত সভা আহ্বান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলার ছয়টি উপজেলায় সার্বক্ষণিক কন্ট্রোলরুম খোলা থাকবে।’