ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, ভোর ৫:০৯
বাংলা বাংলা English English

কাউখালীতে ঘূর্ণিঝড় মোখার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য বোরো ফসল কর্তনে উদ্বুদ্ধ করুন


কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার দুপুরে (১৪ মে) উপজেলা সদরের ছোট বিড়ালজুরী গ্রামের কৃষক আনোয়ার হোসেন, তৈল চাষী কৃষক মাহবুব হোসেন ও রমজান হোসেনের জমিতে ঘূর্ণিঝড় মোখার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য বোরো ফসল কর্তনে জমিতে নেমে ধান কাটেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম বরন মজুমদার, প্রেসক্লাবে সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক নুরুল হুদ বাবু, হাফেজ মাসুম বিল্লাহ, মেহেদী হাসান ।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা কৃষকদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের সঠিক সময় কৃষি অফিসের পরামর্শে বিভিন্ন প্রকার কৃষিকাজ করতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস বলেন মৌসুমী পতিত জমির সর্বোচ্চ আবাদী করে যে কোন চাষী সাবলম্বী হতে পারে।

সব খবর