ঢাকা, বৃহস্পতিবার, ১২ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, রাত ১১:৫৬
বাংলা বাংলা English English

দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের করোনা শনাক্ত


ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কোনো মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। বৃহস্পতিবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৫৭৫ জনে।

এতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.২০ এবং এখন পর্যন্ত সর্বেোচ্চ হার ১৩.২৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৯৯৫ জন।

অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে।

সব খবর