ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:৫২
বাংলা বাংলা English English

নোয়াখালীতে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার মো.রুবেল (৩২) উপজেলার ভবভ্রদি গ্রামের মৃত নজির আহমদের ছেলে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন রাত ৮টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,২০১৭ সালের ১২ জুলাই আসামি রুবেলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়। পরে সে ওই মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়। বিচারক দীর্ঘ শুনানি শেষে আসামিকে ১০বছরের কারাদন্ড প্রদান করে। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।

সব খবর