ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:৫৩
বাংলা বাংলা English English

সিলেটে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষ, ২ চালকের বিরুদ্ধে মামলা


সিলেটের নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে বর্তমানে দুই চালক পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুন) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দিরাইয়ের ভাটিপাড়ার ইজাজুল বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। বুধবার (৭ জুন) ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল হোসেন জানান, বুধবার (৭ জুন) ভোরে ফাঁকা রাস্তায় ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাক চালক ঘুমিয়ে ছিল। এ ঘটনায় মামলায় দুই চালককে দায়ী করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ড্রাইভারসহ কাউকে ছাড় দেবে না।

তিনি আরও জানান, প্রয়োজনে ওসমানী নগরের গাড়ির মালিকেরও এর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খুঁজে দেখা হবে। বাদী ইজাজুলের বাবা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সব খবর