ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১০:৪১
বাংলা বাংলা English English

দেশজুড়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেবে বিএনপি


ফাইল ছবি

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ‘ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে দেশের জেলা শহরগুলোর বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে বিদ্যুৎ-সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দেবে দলটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিটি জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রাজধানীতে কর্মসূচির স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে বিএনপির দপ্তর থেকে জানানো হয়, দুপুর ১২টা থেকে বেলা ১টার পরিবর্তে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পল্টনের জোনাকী সিনেমা হলের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সেখান থেকে গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে। যদিও এই কর্মসূচি মতিঝিলের ওয়াপদা ভবনের সামনে করার কথা ছিল।

রাজধানীর অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ মে) বিএনপির পক্ষ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়।

সব খবর