ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রাত ১:৩৭
বাংলা বাংলা English English

বিআরটিসি’র ড্রাইভার রফিকুলকে শারিরিক লাঞ্চিত করার অভিযোগ


খুলনা বিআরটিসির সাবেক ড্রাইভার বর্তমান পাবনা বিআরটিসির চালক মো. রফিকুল ইসলামকে শরিরিক ভাবে লঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। খুলনা বিআরটিসি’র স্টাফদের কাছে চাঁদা দাবী করার কথা বিআরটিসি’র সাবেক ম্যানেজারকে অবহিত করায় রফিকুল ইসলামকে মারধর করে গিলাতলা কুকপাড়া এলাকার মো. মিজানুর রহমান(৪৫)। এ বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়রী করেছে(জিডি নং-৯৫ তাং ২/৭/২৩)।
জিডি ও ভুক্তোভোগী সুত্রে জানাগেছে, গত ৩০ জুন রাত ১১টার দিকে গিলাতলা মাদ্রাসা রোর্ড মিকাইলের দোকানের সামনে বসে খুলনা বিআরটিসি’র সাবেক ম্যানেজার নূর এ আলমের সাথে বসে প্রতিষ্ঠানের স্টাফদের কাছে জনৈক ব্যক্তি কর্তৃক গিলাতলা পশ্চিমপাড়া যুব উন্নয়ন সংঘের নামে চাঁদা দাবীর বিষয়ে কথা বলছিল বিআরটিসি খুলনা ডিপোর সাবেক গাড়ী চালক বর্তমান পাবনা ডিপোর বাস চালক মো. রফিকুল ইসলাম। এ সময় গিলাতলার মিজানুর রহমান আড়াল থেকে তাদের কথা শুনে রফিকুলের উপর হামলা চালায়। রফিকুলকে কিল. ঘুষি ,লাথিসহ মারধর করে শারিরিক ভাবে লাঞ্চিত করে গায়ের কাপুড় ছিড়ে ফেলে। তবে অভিযুক্ত মিজানুর রহমান বিষয়টি সম্পুর্ণ অস্বিকার করেছে। ভুক্তভোগী রফিকুল ইসলাম এ বিষয়ে রফিকুল ইসলাম খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়রী করেছে।

সব খবর