ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, রাত ৩:১৪
বাংলা বাংলা English English

‘সুড়ঙ্গের অশ্লীল দৃশ্য নিয়ে মন্তব্যকারীরা ঘরে মেয়েদের রেসলিং দেখে’


শহীদুজ্জামান সেলিম

এবারের ঈদুল আজহার ছবিগুলোর মধ্যে দর্শক চাহিদার তুঙ্গে রয়েছে ‘সুড়ঙ্গ’। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ছবিটি হলে এসে উপভোগ করছেন দর্শক। কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না। এরইমধ্যে একটি শ্রেণির অভিযোগ, এ ছবিতে অশ্লীল দৃশ্য রয়েছে। ফলে পরিবার নিয়ে দেখতে বিব্রতবোধ করছেন অনেকে।

বিষয়টি নিয়ে সরব হলেন সিনেমাটির অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তার মতে, যারা সুড়ঙ্গে অশ্লীল দৃশ্য আছে বলে দাবি করছেন তারা ঘরে নারীদের রেসলিং দেখেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সেলিম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একদমই বাজে কথা। আমি নিজে সিনেমাটা দেখেছি। যারা বলছেন ওনারা বাসায় টিভি দেখছেন না! ওনারা তো রেসলিং দেখেন। মেয়েদের রেসলিং দেখেন বলে আমার ধারণা। ওনারা ওটিটি মাধ্যম দেখেন, নেটফ্লিক্স বা বিভিন্ন মাধ্যম দেখেন। ওনারা ইউটিউবে সিনেমা দেখেন। হিন্দি ছবির যে নায়িকারা আছেন বা ভারতীয় ছবিগুলোর নায়িকারা যে সমস্ত পোশাক পরে গানের দৃশ্যে যেভাবে অভিনয় করছে সেটা দেখতে পারেন তাহলে এটা নিয়ে কথা বলাটা অসঙ্গত। তাদের এসব সিনেমা দেখার দরকার নেই বলে আমি মনে করি।’

অশ্লীল দাবি করা দৃশ্যটি গল্পের প্রয়োজনে যুক্ত করা হয়েছে উল্লেখ করে সেলিম আরও বলেন, যে দৃশ্যটি দেখানো হয়েছে সেটি দরকার ছিল। গল্পের কারণে দেখানো হয়েছে। এটি একটি পরকীয়া প্রেম হচ্ছে। পরকীয়াটি কোন পরিস্থিতিতে হলো বা ঘটল এবং তখনকার পরিবেশটা কী সেটা একেবারেই চরিত্র ও গল্পের কারণে এসেছে। অন্য কোনও কারণে না। বরং আমাকে বললে বলব, ছবিতে যে আইটেম গানটি দেখানো হয়েছে সেটার প্রয়োজন ছিল না আসলে।

প্রসঙ্গত, ঈদুল আজহায় ২৮ হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। ‘সুড়ঙ্গে’র কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন তিনি। এখানে তার বিপরীতে আছেন তমা মির্জা। ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী।

সব খবর