ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, রাত ৩:১৯
বাংলা বাংলা English English

বিচ্ছেদের গুজব সত্যি হলে কেউ বিশ্বাস করবে না : মিথিলা


মিথিলা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দ্বিতীয় বারের মতো ঘর বেঁধেছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। কিন্তু মাঝে মধ্যেই বিচ্ছেদের গুঞ্জন ওঠে এই তারকা দম্পতির।

ইতোমধ্যে বেশ কয়েকবার বিষয়টি নিয়ে কথা বলেছেন মিথিলা। কিন্তু এরপরেও যেন পিছু ছাড়ছে না নেটিজেনদের সমালোচনা। তাই এরপর সত্যিই বিচ্ছেদ হলে আর কেউ বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৭ জুলাই) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত সিনেমা ‘মায়া’। রাজর্ষি দে নির্মিত এই সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

বর্তমানে সিনেমা মুক্তি উপলক্ষে কলকাতায় অবস্থান করছেন মিথিলা। সেখানকার একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মিথিলা বলেন, আমার মনে হয় যেকোনো দাম্পত্যে স্বামী-স্ত্রীর ঝগড়া, খিটিমিটি, খুবই সাধারণ বিষয়। সেটা কোথা থেকে কীভাবে খবরে চলে আসছে বুঝতে পারছি না। আমি যেহেতু বাইরে বাইরে থাকি, নিজেদের মধ্যে বিষয়গুলোর সমাধান হওয়ার আগেই সেটা পাবলিক হয়ে যায়।

অভিনেত্রী আরও বলেন, যদি এরকম কিছু সত্যিই ঘটে, সেটা তো সবাইকে জানাবই আমরা। তার অপেক্ষা না করে এই যে গুঞ্জন বলে খবর হয়ে যায়, এটা ভীষণ খারাপ লাগে। এরপর সত্যিই বিচ্ছেদ হলে আর কেউ বিশ্বাস করবে না। সেই পালে বাঘ পড়ার মতো হবে।

প্রসঙ্গত, আগামীতে বাংলাদেশের চলচ্চিত্রেও দেখা যাবে মিথিলাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সরকারি অনুদানের তিনটি ছবি। সিনেমাগুলো হচ্ছে- ‘জলে জ্বলে তারা’, গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ও শিশুদের অ্যাডভেঞ্চারের ওপর নির্মিত ‘সোনার পাহাড়’। তিনটি সিনেমাতেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

সব খবর