ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৬:৪৭
বাংলা বাংলা English English

সমুদ্রের তলদেশে অভিনেত্রী সাফা-টয়া (ভিডিও)


সাফা কবির ও মুমতাহিনা চৌধুরী টয়া

ভ্রমণপিপাসুদের কাছে পছন্দের দেশগুলোর মধ্যে থ্যাইল্যান্ড অন্যতম। যেখানে সমুদ্রের বিশাল নীল জলরাশি ভরিয়ে তোলে পর্যটকদের মন। এছাড়া দেশটি স্কুবা ডাইভিংয়ের জন্যও বিখ্যাত। আর প্রতি বছর হাজার হাজার পর্যটক বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন এখানকার সমুদ্রতলে বিচরণের জন্য।

মুমতাহিনা চৌধুরী টয়া
মুমতাহিনা চৌধুরী টয়া

দেশের জনপ্রিয় দুই মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া ও সাফা কবিররাও ছুটে গেলেন থ্যাইল্যান্ডের তানতে বে’তে। ডুব দিলেন সাগরের অতল গহ্বরে। আর সেই মুহূর্তের ছবি টয়া-সাফা দু’জনেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

এই দুই তারকার কথায়, এবারই প্রথম তারা থ্যাইল্যান্ডের তানতে বে’তে স্কুবা ডাইভিং করলেন। ১২ মিটার পানির নিচে বেশ কিছুক্ষণ ভ্রমণ করেছেন। আর এই পুরো সময়টা দারুণ উপভোগ করছেন তারা, দেখেছেন নতুন এক জগৎ। যা তাদের সারাজীবন মনে থাকবে।

সাফা কবির
সাফা কবির

এই সফরে টয়ার সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা শাওনও। তিনি জানান, সমুদ্রতলে বিচরণ করার বিস্ময়কর এই মুহূর্তের ভিডিওটি খুব শিগগিরই প্রকাশ করবেন টয়া। তবে কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি।

সব খবর