জামালপুরের মেলান্দহে ঘোষেরপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম লিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
এসময় ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতাউর রহমান আলতাব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জলসহ ইউনিয়নের সকল স্কুলের প্রধান শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম লিটু বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিজয়ী দলের মাঝে চাম্পিয়ান ট্রপি ও রানান আপ দলের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।