ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:৫১
বাংলা বাংলা English English

ভালুকায় ছেলের হাতে মা খুন ও অজ্ঞাত লাশ উদ্ধার


ময়মনসিংহের ভালুকায় ছেলের হাতে  রুপিনা বেগম ৫৫ বছর বয়সী এক মা খুন হয়েছেন।

গেল রাতে উপজেলার খারুয়ালী গ্রামের জনি তার মায়ের কাছ থেকে নেশার টাকা না পেয়ে বটি দিয়ে ঘাড়ে কুপ দিলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয ।
ঘাতক ছেলে জনিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

অপরদিকে আজ সকালে ভালুকা থানার মোড় ব্রীজের নিচে খীরু নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান গতরাতের ঘটনায় ঘাঁতক ছেলে কে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে খবর পেয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না অন্যকিছু।

সব খবর