ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:২২
বাংলা বাংলা English English

খুলনা ল’ইয়ার্স জার্নালিস্ট কাউন্সিলের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত


বৃহত্তর খুলনা ল’ইয়ার্স জার্নালিস্ট কাউন্সিরেলে উদ্যোগে ২৭ শে জুলাই ~২০২৩ ইংরেজি বৃহস্পতিবার দুপুর ২টার সময় খুলনা আইনজীবী সমিতির ৪ নং হল রুমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আজাদ বার্তা সম্পাদক ও আজাদ টিভি ( অনলাইন নিউজ চ্যানেল ) এর নির্বাহী প্রধান অ্যাড: এম.মাফতুন আহমেদের সভাপতিত্বে জনকীর্ণ এই ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বারের বার বার নির্বাচিত সভাপতি ও খুলনা সদর থানা আ’লীগের সভাপতি অ্যাড: মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় দৃঢ়তার সাথে বলেন, শুধু আদালত আঙ্গিনায় নয়, বর্তমান সরকারের ঘোষিত নীতিমালানুযায়ী সর্বত্রই দুর্নীতিকে মূলোৎপাটন করতে হবে।

তিনি বৃহত্তর খুলনা ল’ইয়ার্স জার্নালিস্ট কাউন্সিলের অতীত দুর্নীতির বিরুদ্ধে সকল কর্মকাণ্ডকে ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরও বলেন আদালত পাড়ায় কতিপয় ঘুষখোর পেশকার এবং সমিতির কতিপয় পিয়নের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সভাপতি অ্যাড: এস. এম. মাসুদুর রহমান , সর্ব নাগরিক নেতা অ্যাড: বাবুল হাওলাদার, আব্দুস সালাম শিমুল, এস.এম দেলোয়ার হোসেন, সংগঠনের বার সভাপতি অ্যাড: নাহিদ সুলতানা।

বক্তৃতা করেন অ্যাড: মেহেদী এনছার, অ্যাড: মোঃ আবদুল্লাহ আল-মামুন, অ্যাড.আবু হুরাইয়া সোহেল, অ্যাড.রায়হান আলী,অ্যাড. নাদিরা নাজনিন নাদিরা পারভীন মিথুন, অ্যাড: মনিবুর রহমান, অ্যাড: অসিত বরণ তরফদার, অ্যাড: নাদিরা নাজনিন, মৃত্যুজ্ঞয় সরকার প্রমুখ।

অসংখ্য আইনজীবীবৃন্দ জনকীর্ণ এই পুনর্মিলনী সভায় উপস্থিত ছিলেন।

সব খবর