ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, সকাল ৬:১৬
বাংলা বাংলা English English

কুলিয়ারচরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ফাঁসিতে ঝুলে এক ছাত্রীর আত্মহত্যা


কিশোরগঞ্জের কুলিয়ারচরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় মোছা. বৃষ্টি মনি (১৭) নামে এক ছাত্রী বসত ঘরের ধর্ণার সাথে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
গত ২৮ জুলাই শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
সে আগরপুর উত্তর পাড়া গ্রামের নাম মো. বাচ্চু মিয়ার কন্যা। সে এবার ২০২৩ সালে স্থানীয় আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ- ৩.৭২ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়।
এত কম পয়েন্ট পাওয়ায় তার বড় ভাই মো. আকাশ মিয়া ও মো. বশির মিয়া তাদের ছোট বোন বৃষ্টি মনিকে ধমক দিয়ে বলে এত কম নাম্বার পেল কেন? এছাড়া এলাকাবাসীসহ তার সহপার্টিরা বৃষ্টি মনিকে বলে তুইতো জিপিএ-৫ পয়েন্ট পাওয়ার কথা, এত কম নাম্বার পেলে কি ভাবে। এসব কথা শুনে সে মানষিক ভাবে ভেঙে পরে। এক পর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিমানে বসত ঘরের নিজ রুমে ধর্ণার সাথে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
খবর পেয়ে ওইদিন শুক্রবার রাত ১০ টার দিকে কুলিয়ারচর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত মানুষ লাশ দেখতে বৃষ্টি মনির বাড়িতে ভীড় জমাচ্ছে। বৃষ্টি মনির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পরেছে। বৃষ্টি মনিকে হারিয়ে তার বাবা, মা, ভাই, বোন ও বৃদ্ধ দাদী চোঁখের জলে বুক ভাসাচ্ছে।

সব খবর