নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশার গ্যারেজে ব্যাটারি বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের একতলা উড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।
শনিবার (২৯ জুলাই) সকালে কাশীপুর বাঁশমুলী এলাকায় বুশরান টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পাই। ভবনের নিচ তলায় প্রায় ৫০টি অটোরিকশা ছিল। ব্যাটারি ও অ্যাসিডও ছিল সেখানে। এ বিস্ফোরণে ভবনের একতলা উড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট উদ্ধার পরিচালনা করে। এ ঘটনায় ১১ জন আহত হয়েছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে ভবনের কাছে যেতে নিষেধ করা হচ্ছে। আরও হতাহত আছে কি না ক্ষতিয়ে দেখছি।