ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, রাত ৩:৩৭
বাংলা বাংলা English English

নারায়ণগঞ্জে অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণ, আহত ১১


নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশার গ্যারেজে ব্যাটারি বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের একতলা উড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।

শনিবার (২৯ জুলাই) সকালে কাশীপুর বাঁশমুলী এলাকায় বুশরান টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পাই। ভবনের নিচ তলায় প্রায় ৫০টি অটোরিকশা ছিল। ব্যাটারি ও অ্যাসিডও ছিল সেখানে। এ বিস্ফোরণে ভবনের একতলা উড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট উদ্ধার পরিচালনা করে। এ ঘটনায় ১১ জন আহত হয়েছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে ভবনের কাছে যেতে নিষেধ করা হচ্ছে। আরও হতাহত আছে কি না ক্ষতিয়ে দেখছি।

সব খবর