কিশোরগঞ্জের কুলিয়ারচরে শামীম (২০) নামে এক প্রতিবন্ধী বসত ঘরের ধর্ণার সাথে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
গত ২৮ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
সে লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়া গ্রামের নাম মজনু মিয়ার পুত্র। সে একজন শারীরিক ও মানষিক প্রতিবন্ধী যুক।
এলাকাবাসী বলেন, সে বেশ কিছুদিন ধরে তার পিতা মাতাকে চাপ দিয়ে আসছিলো তাকে বিয়ে করানোর জন্য। এমনও বলে আসছিলো তাকে বিয়ে না করালে শুক্রবারে আত্মহত্যা করবে। বিয়ে করালেও শুক্রবারে আত্মহত্যা করবে। মানষিক ভারসাম্যহীন থাকায় তার এসব কথায় কেউ কর্ণপাত করেনি। অবশেষে তার কথাই ঠিক প্রমাণ করলো। শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ বসত ঘরের নিজ রুমে ধর্ণার সাথে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সে।
খবর পেয়ে ওইদিন শুক্রবার রাতে কুলিয়ারচর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই প্রতিবন্ধীর লাশ তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।