ফাইল ছবি
পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। তাদের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। আক্রান্তের অধিকাংশই মহিলা ও শিশু।
জেলার সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত ১৭৬ রোগী পটুয়াখালী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৮৪৯ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭৩ জন ডেঙ্গু রোগী।