ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ভোর ৫:৫৪
বাংলা বাংলা English English

কলকাতার দর্শকদের আমন্ত্রণ জানালেন অপু


দেশের প্রেক্ষাগৃহে গেল ঈদুল আজহায় মুক্তি পায় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।

সম্প্রতি কলকাতায় শুরু হওয়া ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ আগামীকাল ৩০ জুলাই সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে প্রদর্শিত হবে অপুর ‘লাল শাড়ি’।

এ উপলক্ষে অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে কলকাতার সিনেমাপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ দেখার আহ্বান জানিয়েছেন।

ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ৩০ জুলাই বেলা সাড়ে তিনটায় কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘লাল শাড়ি’ প্রদর্শিত হবে। কলকাতার দর্শকদের দেখার আমন্ত্রণ রইল।

জানা গেছে, উৎসবে অংশ নিতে ইতোমধ্যেই কলকাতায় উড়াল দিয়েছেন ঢালিউডের এই কুইন।

‘লাল শাড়ি’ অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সরকারি অনুদানের প্রথম সিনেমা। এটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস।

‘লাল শাড়ি’ সিনেমায় ফুটে উঠেছে দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরে ব্যাপক সমাদৃত ছিল। মূলত জামদানির হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য তুলে ধরা হয়েছে সিনেমায়।

প্রসঙ্গত, সিনেমায় অপুর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। এ ছাড়া ‘লাল শাড়ি’-তে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।

সব খবর