ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৩২
বাংলা বাংলা English English

টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৭


ফাইল ছবি

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

রোববার (৩০ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বর্তমানে বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৮৪ জন ও মারা গেছেন একজন। তবে চলতি বছরের জানুয়ারি মাস থেকে রোববার পর্যন্ত জেলায় ৩৭৬ জনের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও সুস্থ হয়েছেন ২৯২ জন।

ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, মির্জাপুর উপজেলায় ১০ জন, নাগরপুরে তিনজন ও মধুপুরে পাঁচজন রয়েছেন।

সব খবর