ঢাকা, রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ২:৫৪
বাংলা বাংলা English English

চার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির বৈঠক


ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে বাংলাদেশে সফরত চার দেশের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, সকাল ১০টায় যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ‘ইলেকশন মনিটরিং ফোরাম’র একটি পর্যবেক্ষক দল, সিইসি কাজী হাবিবুল আউয়াল, ইসি আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম অংশ নেন।

এর আগে, গত ১১ জুলাই ইসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী দল।

সব খবর