মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে দেবর-ভাবি নিহত হয়েছেন।
রোববার (৩০ জুলাই) মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইমরান হোসেন (২৬) ও নাছরিন আক্তার (২৩)। সম্পর্কে তারা দেবর ও ভাবি হন।
স্থানীয়রা জানান, রোববার সকালে কাজিরপাড়া গ্রামে নূর ইসলামের ঘরে আগুন দেখে তারা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল মতিন জানান, রোববার সকালে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় দুটি ঘর পুড়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণ করে সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী অন্যজন পুরুষ।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগেছে। তবে ঘটনাস্থলটি স্বাভাবিক লোকালয় থেকে একটু দূরে।