নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (৩০ জুলাই) রবিবার ১১ ঘটিকার সময় সারা দেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন করা হয়েছে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পযন্ত।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্যাপক আলোচনার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ মুল্যয়ন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মান্নাফ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস মৎস্যজীবি জাহিদুল ইসলাম,তরুন মৎস্যজীবী এনামুল শেখ প্রমূখ। মতবিনিময় সভায় মৎস্যজীবী,মৎস্য চাষী,সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন।