ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ভোর ৫:৫৬
বাংলা বাংলা English English

কাউখালীতে জঙ্গিবাদ, সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত


পুলিশি জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে রবিবার সকালে (৩০ জুলাই) কাউখালী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে জঙ্গিবাদ, সন্ত্রাস দমন, মাদক, বাল্যবিবাহ এবং আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়ার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান,চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার, জাতীয় পার্টির জেপি সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ইউপি সদস্য আখতারুন নাহার রেবা, আশরাফুল ইসলাম ছোট্ট, আতিকুল ইসলাম, রুবেল রিয়াজি সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সব খবর