ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ভোর ৫:৪৭
বাংলা বাংলা English English

ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হামলায় মেধাবী ছাত্র আহত ১


ঝালকাঠি শহরে কিশোর গ্যাংয়ের হামলায় ১ জন মেধাবী ছাত্র আহত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বেলা ১২ টার দিকে ঝালকাঠি শহরের জেলা শিক্ষা অফিসের সামনে একদল কিশোর অতর্কিত হামলা চালিয়ে হামীম খালিফা (তুষার) নামে এক মেধাবী ছাত্রকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত হামীম খলিফা ঝালকাঠি শহরের জেলে পাড়ার বাসিন্দা চাষী নান্না খলিফার পুত্র। হামিম খলিফার মাথায় আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। বর্তমানে সে ঝালকাঠি সদর হাসপাতালে সার্জারী বিভাগে ডা: সুমনের অধীনে চিকিৎসাধীন আছে। হাসাপাতালের ভর্তির রেজি: নং-৭১২২/৩৩।
ভুক্তভোগী হামীম খলিফা (তুষার) সাংবাদিকদের জানায়, “ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকার সজল, আপন, রিফাত, জয়সহ ১০/১২ জন কিশোর গ্যাং তাকে ঝালকাঠি জেলা শিক্ষা অফিসের সামনে পথরোধ করে অতর্কিত হামলা চালিয়ে মাথার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করে পকেটে থাকা নগদ টাকাসহ মানিব্যাগ, মোবাইল ফোন ছিনাইয়া নিয়ে যায়। সে মাটিতে লুটিয়ে পড়লে পথচারীরা তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। তার মাথার পিছনে ১৭টি সেলাই লেগেছে। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।”
আহত হামীম খলিফা (তুষার) এ বছর ঝালকাঠি সরকারী বালক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সব খবর