ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:২৪
বাংলা বাংলা English English

 বালিয়াকান্দিতে বিএনপি – জামাতের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


রাজবাড়ীর বালিয়াকান্দিতে সারাদেশব্যাপী বিএনপি – জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যগে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
৩০ জুলাই রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বেরহয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে, বালিয়াকান্দি বাজারের চৌরাঙ্গী মোড়ে সমবেত হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে, প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এহসানুল হাকিম সাধন, সহ-সভাপতি, ও জামালপুর ইউপি চেয়ারম্যান, একেএম ফরিদ হোসেন বাবু, সহসভাপতি ও অধ্যক্ষ বালিয়াকান্দি কলেজের, আঃ ছাত্তার খান, সাধারণ সম্পাদক, হারুন অর রশিদ হারুন ,সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মনিরুজ্জামান মনির,উপজেলা শ্রমিক লীগের সভাপতি, ইদ্রিস আলী ফকির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সামছুল আলম মন্টু, বালিয়াকান্দি ইউপি, চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, নবাবপুর ইউপি, চেয়ারম্যান বাদশা আলমগীর , যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ন আহবায়ক, শফিকুর রহমান তুহিন, ছাত্রলীগের সাধারন সম্পাদক, সাইফুল ইসলাম প্রমূখ । এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সব খবর