ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ভোর ৫:২১
বাংলা বাংলা English English

নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ


বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। এরআগে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেনের নেতৃত্বে সদরের বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ বিক্ষোভ শেষে বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সরফুল হক উজ্জল, শফি উদ্দিন, মহসিন আলী, স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, মোতাহার হোসেন, গোলাম মোস্তফা, আনন্দ রায়, মামুনুর রশিদ মামুন, রাকিবুল হাসান রাজ্জাক, ফিরোজ কামাল ফারুক, আব্দুল বারীক, শাহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও তারেক মাহমুদ ডিউ, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, নিকুঞ্জ চন্দ্র, কালীপদ রায়, জুলফিকার আলী, মোজাম্মেল হক, মিজানুর রহমান মাসুম, পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল আজিজ, আব্দুস সামাদ, জিয়াউর রহমান, মাহবুবুর রহমান বিপুল, শাহজাহান আলী, মিজানুর রহমান, আব্দুল ওয়াহাব বাদশা, হযরত আলী, গোলাম মোস্তফা, আজমীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, শ্রমিক লীগ নেতা এনামুল হক, রাশেদুল ইসলাম লিটন, ফারুক হোসেন, সোহান আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, আবু নোমান নাদিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ, আবু তৌহিদ রাজীব, দুলাল হোসেন, আল জাহিদ প্রমুখ।

সব খবর