ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:৫৬
বাংলা বাংলা English English

চট্টগ্রাম-১০ আসনে সুষ্ঠু শান্তিপূর্ণ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নির্বাচিত


৩০ জুলাই ২০২৩ : চট্টগ্রাম-১০ আসনে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হন জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণাকালে তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোনো ভোটারকে কেউ বাধা দেয়ার কোনো অভিযোগ আসেনি। নির্বাচনী এলাকার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩, যা ভোট ভোটের ১১ দশমিক ৭০ শতাংশ।
ঘোষিত ফলাফলে জানা যায়, চট্টগ্রাম-১০ আসনের মোট ১৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট, জাতীয় পার্টির মো. সামসুল আলম ১ হাজার ৫৭২ ভোট, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ৪৮০ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া ৩৬৯ ভোট।

সব খবর