ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, একজন ডেঙ্গু রোগী থেকেও মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু রোগ হতে পারে।
রোববার (৩০ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের কাউন্সিলরবৃন্দের সাথে ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, এ সময়ে ডেঙ্গু আমাদের জন্য চ্যালেঞ্জ। সরাবিশ্ব এ চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে, এযাবতকালের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গুর লার্ভা ২ বছর পর্যন্ত টিকে থাকে বলা হচ্ছে, যা পানি পেলে এ সময়ের মধ্যে জীবন্ত হয়ে যাবে। এখন গণমাধ্যম বলে, বছরের নির্ধারিত সময়ে কেন আমরা স্প্রে করি। বিশেষ ব্যবস্থা নেই। বাস্তবতা হলো এসব কীটনাশক ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন রয়েছে। সারাবছর এসব স্প্রে করলে তো আমাদের নাগরিকরা অসুস্থ হয়ে পড়বেন। আমাদের মনে রাখতে হবে মশা একটা বৈশ্বিক সমস্যা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, ডিএসসিসি প্রধান নির্বাহী মিজানুর রহমানসহ আরও অনেকেই।