ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, সকাল ৬:১২
বাংলা বাংলা English English

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সিইসি


ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে ৩০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তার প্রতিনিধি দল।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমি এবং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ও তাকে কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম।

তিনি বলেন, নির্বাচন ইস্যুতে হাইকোর্টে যে রুল দিচ্ছে তা নিয়ে আমার অফিস কথা বলবে। সীমানা নির্ধারণ নিয়ে এখানে কোনো কথা হয়নি।

বৈঠকে ইসির প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বে সুপ্রিম কোর্টে আসেন ইসির প্রতিনিধি দল। এসময় তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমানসহ বিচার বিভাগের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

সব খবর