ঢাকা, সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ৬:২৭
বাংলা বাংলা English English

ভারতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, বাংলাদেশকে দোষারোপ


ভারতের দিল্লি ও পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এডিস মশাবাহিত এই রোগে প্রতিদিন অনেকে আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন।

কয়েক সপ্তাহ আগেই বন্যার কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে দিল্লিবাসীকে। তার রেশ কাটতে না কাটতেই নতুন বিপদ। বলা হচ্ছে, গত ৫ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ সংক্রমণ ডেঙ্গুর।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, স্কুলে স্কুলে সচেতনতা ক্যাম্পেইন চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকরাও যাতে সতর্ক হন, সে ব্যাপারে প্রচার চালাতে হবে।

এদিকে পশ্চিমবঙ্গেও খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। রাজ্যটিতে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতির জন্য বাংলাদেশকে দোষারোপ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, বাংলাদেশ থেকে এখানে ডেঙ্গু ছড়াচ্ছে। বাংলাদেশে কিছু হলে এখানে তার প্রভাব পড়ে। তাই সীমান্ত এলাকাগুলোতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

সব খবর