ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, রাত ২:২৫
বাংলা বাংলা English English

প্রথম দিনেই বক্স অফিসে শোরগোল ফেলল ‘বেলাশুরু’


আড়াই বছরের অপেক্ষা সার্থক হলো পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। টালিউড বক্স অফিস মাতাচ্ছে ‘বেলাশুরু’। প্রথম দিনেই ‘বেলাশুরু’র বাণিজ্য ৮০ শতাংশ।

৭৫টি শো-তে হলভর্তি লোক এসেছে সৌমিত্র-স্বাতীলেখাকে শেষবারের মতো দেখতে। এর আগে মুক্তি পাওয়া ‘কিশমিশ’, ‘টনিক’সহ সাম্প্রতিক সিনেমাগুলোকে টপকে গিয়েছে ‘বেলাশুরু’।

বিজলি প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। একটা সময় এখানেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের একের পর এক ছবি মুক্তি পেয়েছে। সেই একই হল দেখল সৌমিত্রর শেষ সিনেমা ঘিরে উন্মাদনা। সিনেমা দেখে বের হওয়ার সময় দর্শকের মুখে শোনা যাচ্ছিল সিনেমার বিখ্যাত সংলাপ, ‘হাতের ওপর হাত রাখা সহজ নয়। সেই হাত আজীবন ধরে থাকা আরও কঠিন।’

শুক্রবার ছিল শিবপ্রসাদের জন্মদিন। দর্শকদের থেকে এমন ফেরত-উপহার পেয়ে তিনি তৃপ্ত। ২২ মে জন্মদিন স্বাতীলেখা সেনগুপ্তের। সেই বিশেষ দিনের আগাম উপহার দর্শককে পৌঁছে দিয়েও খুশি তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় যে এখনো বাঙালির আবেগ, তা আবারও প্রমাণিত। সশরীরে উপস্থিত না থেকেও সৌমিত্র জেঠু স্বাতীদিকে নিয়ে পর্দায় ফের জাদু ছড়িয়ে দিলেন। ওদের কুর্নিশ।’

 

মুক্তির দিন সিনেমার সমস্ত তারকা অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত-সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য-খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত-শঙ্কর চক্রবর্তী, মনামী ঘোষ-অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্যরাও উপস্থিত ছিলেন সেখানে।

আশা করা যাচ্ছে, সামনের দিনগুলোতেও ‘হাউসফুল বোর্ড’ ঝুলবে শহরের সব প্রেক্ষাগৃহে।

সব খবর