ঢাকা, মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৪২
বাংলা বাংলা English English

সারা দেশে প্রথম পরীক্ষামূলকভাবে ‘ফাইভ-জি’ চালু করল জিপি


দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে সারা দেশে পরীক্ষামূলকভাবে ‘ফাইভ-জি’ চালু করল গ্রামীণফোন (জিপি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জিপি হাউজে ৮টি বিভাগীয় শহরে ফাইভ-জি পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে রাজধানী ঢাকায় সেকেন্ডে ফাইভ-জির গতি উঠেছে এক হাজার এমবিপিএস। তবে সিলেট, খুলনাসহ অন্যান্য বিভাগীয় শহরে এ গতি উঠেছে সেকেন্ডে ৬০০ এমবিপিএস।

দেশে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা ফাইভ-জি চালুর লক্ষ্যে চলতি বছরের ৩১ মার্চ তরঙ্গ নিলাম করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাণিজ্যকভাবে সেবা চালুর আগে অপারেটরদের ফাইভ-জি পরীক্ষা করতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেয়া সময়ের আগেই সারা দেশে ফাইভ-জির পরীক্ষা সম্পন্ন করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।

 

বৃহস্পতিবার রাজধানীর জিপি হাউজে ৮ বিভাগীয় শহরে ফাইভ-জির গতি পরীক্ষা করে দেখেন গ্রামীণফোন ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যাবতীয় পরীক্ষা শেষে বিটিআরসির বেঁধে দেয়া সময়ের মধ্যেই বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করা হবে বলে জানান গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

সব খবর