ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, রাত ২:০৫
বাংলা বাংলা English English

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
৯ খাল থেকে ১ হাজার টন বর্জ্য অপসারণ


গত ২৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নয়টি খাল থেকে এক হাজার ১৭ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

এই পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রথম দিনে ২৬৬ দশমিক ৯৫৩ টন, দ্বিতীয় দিনে ৩৭৯ দশমিক ৩৮ টন, তৃতীয় দিনে ৩৭০ দশমিক ২৫ টন বর্জ্য অপসারণ করা হয়।

প্রতিদিন গড়ে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১ হাজার ১৩০ জন পরিচ্ছন্নতা কর্মী এই কার্যক্রমে অংশ নেন।

খালগুলো হচ্ছে- কাজলা খাল, মৃধা বাড়ি খাল, মাতুয়াইল কবরস্থান খাল, শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে মোহাম্মদী ব্রিজ পর্যন্ত ও শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে বটতলা পর্যন্ত, শাজাহানপুর ঝিল হতে বাসাবো কদমতলা শুকনগর খাল, মান্ডা খালের শুকনগর হতে শাপলা ব্রিজ হয়ে আমিন মোহাম্মদ ব্রিজ পর্যন্ত, স্টাফ কোয়ার্টার হতে ডগাইর সাংবাদিক বাড়ি খাল, জিয়া সরণি খাল এবং সুখনগর-নন্দীপাড়া-ত্রিমোহনী (জিরানি) খাল।

সব খবর