ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, সকাল ৯:১৯
বাংলা বাংলা English English

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে ৮৮ ও করোনায় ২ জন আক্রান্ত


চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২২ : চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে ৮৮ জন ও করোনাভাইরাসে ২ জন আক্রান্ত হয়েছে। তবে এ সময়ে জেলায় এ দুই রোগে কারো মৃত্যু ঘটেনি।
চট্টগ্রামে জেলা সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, জেলার সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ৮৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালের ল্যাবে ৩৮ জন ও বেসরকারি ল্যাবে ৫০ জন।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ জন ও জেলার অন্যান্য হাসপাতালে ৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে নতুন ২ জনের দেহে। এদের একজন নগরীর ও একজন কর্ণফুলী উপজেলার বাসিন্দা। সংক্রমণ হার ৪ দশমিক ৫৪ শতাংশ।
ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর পাঁচ ল্যাবে করোনা নমুনা পরীক্ষায় আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ দুই জন শনাক্ত হয়।

সব খবর