ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি, সকাল ৬:০৯
বাংলা বাংলা English English

সিটি নির্বাচন: সিলেটে ৪৬ ও রাজশাহীতে ৫৫ শতাংশ ভোট পড়েছে’


সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন

সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৬ শতাংশ ভোট পড়েছে। আর রাজশাহীতে ভোট পড়েছে ৫২ থেকে ৫৫ শতাংশ।

বুধবার (২১ জুন) ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 

তিনি বলেন, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত আমরা মনিটরিং করেছি। দুই সিটিতেই অবাধ, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাঝে বৃষ্টির জন্য কিছুক্ষণ ভোটগ্রহণে ব্যাঘাত ঘটেছিল। তবে দুই সিটির ভোট নিয়েই আমরা সন্তুষ্ট।

এক প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ৫০ শতাংশ ভোট গুড এনাফ। ৬০-৭০ শতাংশ হলে এক্সিলেন্ট। তবে পৃথিবীর কোথাও শতভাগ ভোট পড়ে না।

এর আগে, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুই সিটিতেই সম্পূর্ণ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

 

সব খবর