ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, সকাল ৮:১৮
বাংলা বাংলা English English

টুইটারের গোপন তথ্য ফাঁস করলেন ইলন মাস্ক


টুইটারের লিগ্যাল টিম সাইটের গোপন তথ্য ফাঁস করার জন্য ইলন মাস্ককে অভিযুক্ত করা হয়েছে। টুইটারের স্যাম্পল সাইজ নিয়ে স্পর্শকাতর তথ্য প্রকাশ করায় মাস্কের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৪ মে) ইলন মাস্ক টুইটার কর্তৃপক্ষের এ ধরনের অভিযোগের মুখোমুখি হোন। খবর রয়টার্সের।

এ ব্যাপারে মাস্ক নিজেই টুইট করে বলেন, ‘এইমাত্র আমাকে টুইটারের লিগ্যাল টিম থেকে জানাল, আমি নাকি তাদের গোপন তথ্য ফাঁস করে দিয়েছি। আমি কেবল স্যাম্পল সাইজ চেকের একটি তথ্য মানুষের সুবিধার জন্য জানিয়েছিলাম।’

এর আগে শুক্রবার (১৩ মে) মাস্ক তার করা এক টুইটে জানান, ‘আপাতত ৪৪ বিলিয়নে টুইটার কেনার চুক্তিটি স্থগিত আছে। সবার আগে টুইটার থেকে স্প্যাম (মিথ্যা অ্যাকাউন্ট) দূর করতে হবে। টুইটারের ৫ শতাংশ অ্যাকাউন্টই ভুয়া।’

 

মাস্ক বলেন, আমরা ১০০ জন ফলোয়ারকে স্যাম্পল হিসেবে নিয়ে সেখানে বটস চেকিং (রোবট নাকি আসল ইউজার) করব।

সোশ্যাল মিডিয়াতে এ ধরনের স্পর্শকাতর তথ্য উন্মুক্ত করে দেয়ায় টুইটার বলেছে, মাস্ক টুইটারের নীতি লঙ্ঘন করেছেন। তবে এ ব্যাপারে মাস্কের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা, কিংবা এ অভিযোগে মাস্কের আচরণে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

সব খবর