ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:২৪
বাংলা বাংলা English English

হাতিয়াতে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু


নোয়াখালীর হাতিয়াতে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত গৃহবধূ হাজের খাতুন (৫৫) । সে হাতিয়ার চরকিং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সিরাজ উদ্দিনের স্ত্রী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে রাত ১১টার দিকে সে কীটনাশক পান করে।

হাতিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে স্বামীর বাড়িতে ধান ক্ষেতে প্রয়োগ করা কীটনাশক ঔষধ পান করে ওই গৃহবধূ । পরে স্বামী ও পরিবারে লোকজন তাৎক্ষণকি তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে হাতিয়া থানা পুলিশ মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে।

সব খবর