ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৪:২৩
বাংলা বাংলা English English

বরিশালে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ


জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার,গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ করা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চুলু করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার (১৬ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নগরীর সদররোডে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বরিশাল বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম,ইউনাইটেড কমিউনিস্টলীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ,বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ,উপাধাক্ষ হারুন অর রসিদ ও জাফর আহমেদ তালুকদার প্রমুখ।

 

সব খবর