ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, ভোর ৫:৫০
বাংলা বাংলা English English

পিরোজপুরে একদিনে আক্রান্ত ১১


পিরোজপুরে শীতের আগমনেও কমেনি ডেঙ্গুর ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ রোগী।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪৩৫ জন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি এখনো তাদের নিয়েন্ত্রণে। তবে বিশেষ সচেতনতায় এ রোগ থেকে দ্রুত আরোগ্যলাভ সম্ভব।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী বলেন, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৪৩৫ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ছাড়পত্র পেয়েছেন ৪১১ জন। এ ছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন।

আক্রান্ত রোগীদের বেশির ভাগই মধ্যম বয়সের শ্রমিক শ্রেণির এবং শিশুও রয়েছে।

সব খবর