ঢাকা, বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি, সকাল ৬:২৪
বাংলা বাংলা English English

বরিশালে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন কর্মসূচি


বরিশালের পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় এর আওতায় ২০২৩-২৪ অর্থ-বছরে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে এটির উদ্বোধন করেন প্রধান প্রকৌশলী মজিবুর রহমান।রবিবার(৩০ জুলাই) সকাল ১০টায় এ কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন তাঁরা।

বরিশাল পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন,নির্বাহী প্রকৌশলী(যান্ত্রিক) মোঃ আব্দুস সালাম, নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন মোঃ মুশফিকুর রহমান শুভ র‍্যাক প্রধান মোঃ মনসুর হেলাল উপ- সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সৈকত মোঃ নাইমুর রহমান সহ বরিশালের পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন জানান, এই কর্মসূচির আওতায় বাপাউবো বরিশালের দুই আবাসিক কলোনিসহ জেলাব্যাপী বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বৃক্ষরোপন করা হবে।যেটা পরিবেশ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করি।

সব খবর