ঢাকা, রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, দুপুর ১২:১৬
বাংলা বাংলা English English

সাভারে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন


ফাইল ছবি

আজ বিএনপি ও যুবলীগের অবস্থান কর্মসূচি থাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভারের আমিনবাজারে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশের এ উপস্থিতি দেখা গেছে।

২০ জন করে পাঁচ প্লাটুন পুলিশ সদস্য রয়েছে। এ ছাড়া এপিসি বুলেট প্রুফ একটি সাদা রঙের সাঁজোয়া যান দাঁড়িয়ে রয়েছে। তবে এ সময় দুই দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা সকল বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যেকোনো ধরনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।

সব খবর